প্লট দুর্নীতির মামলা: হাসিনা, রেহানা ও টিউলিপের রায় আজ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেবেন। এ মামলায় দণ্ড হলে টিউলিপ যুক্তরাজ্যে রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন এবং তার এমপি পদ ছাড়ার দাবিও জোরালো হতে পারে।
মামলার অন্য আসামিরা হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন।
মামলার নথি অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানা ১০ কাঠা প্লট পেয়েছেন—এ অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।
এর আগে ২৭ নভেম্বর অন্য তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর, সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর এবং সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছর কারাদণ্ডের রায় দেন আদালত।
টিউলিপের বিরুদ্ধে চাপ বাড়ার আশঙ্কা
পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় দণ্ড হলে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তার পদ ছাড়ার তীব্র চাপের মুখে পড়তে হতে পারে বলে ধারণা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। ৪৩ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগেও যুক্তরাজ্যে তদন্ত চলছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
গতকাল রোববার (৩০ নভেম্বর) দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, প্লট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে টিউলিপের এমপি পদ নিয়ে আবারও প্রশ্ন উঠবে। গত ডিসেম্বরে রূপপুর প্রকল্পের অভিযোগ প্রকাশের পরও একই ধরনের চাপের সম্মুখীন হয়েছিলেন তিনি, যদিও তখন তিনি এমপি পদ ধরে রাখতে সক্ষম হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি।
অন্য দিকে বাংলাদেশে টিউলিপের মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা অভিযোগ করেছেন, মামলা পরিচালনায় যথাযথ স্বচ্ছতা নেই। এ বিষয়ে তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।