নেত্রকোনা আটপাড়ায় বৃদ্ধ কৃষককে মারধরের অভিযোগ ছাত্র নেতা টিটু ভূঁইয়া ও তার ভাইয়ের বিরুদ্ধে
মোঃ আশিক মিয়া (আটপাড়া নেত্রকোনা) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে এক বৃদ্ধ কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্র নেতা টিটু ভূঁইয়া ও তার ভাই মিটু ভূঁইয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে।
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে এক বৃদ্ধ কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্র নেতা টিটু ভূঁইয়া ও তার ভাই মিটু ভূঁইয়ার বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান (৬৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় মস্তু মিয়ার জমি বর্গা চাষ করে আসছেন। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গেলে টিটু ও মিটু সেখানে উপস্থিত হয়ে তাকে বাধা দেন। তারা অভিযোগ করেন—হাবিবুর রহমান নাকি তাদের অংশের মাটি কেটে নিয়েছেন।
এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই ভাই লাঠি হাতে তাকে তাড়া করেন এবং জোর করে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত হাবিবুর রহমানকে উদ্ধার করেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত টিটু ভূঁইয়া ও মিটু ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
[7:25 PM, 11/26/2025] +61 485 854 934: চট্টগ্রামের নতুন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। বর্তমানে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি মাধ্যমে এই এসপিদের বদলির নির্বাচন সম্পন্ন হয়েছে।