দলীয় বিভক্তির মাঝেও তুমুল আস্থার নাম—শফিকুল ইসলাম শাহেদ
সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী গ্রুপিং দেখা দিয়েছে। একদিকে রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, অন্যদিকে সাবেক পৌর চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী। এছাড়া বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।
সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ত্রিমুখী গ্রুপিং দেখা দিয়েছে। একদিকে রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, অন্যদিকে সাবেক পৌর চেয়ারম্যান তাসকিন আহমেদ চিশতী। এছাড়া বর্তমান ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।
মনোনয়নপ্রত্যাশীদের এই বিভক্ত রাজনীতির মাঝেও দেবহাটা উপজেলার স্থানীয় জনমনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন ক্লিন ইমেজের নেতা শফিকুল ইসলাম শাহেদ। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি, সুস্পষ্ট নেতৃত্বগুণ ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তাকে এলাকায় গ্রহণযোগ্য এবং উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দেবহাটা উপজেলার সর্বসাধারণ শফিকুল ইসলাম শাহেদের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি তুলেছেন। তাঁদের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম একমাত্র যোগ্য মুখ হলেন শফিকুল ইসলাম শাহেদ।
স্থানীয়দের দৃঢ় বিশ্বাস—ঐক্য, সততা ও সংগঠনের শক্ত ভিত্তি গঠনে শাহেদই হতে পারেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী।