মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা আটক

রাশেদ খান মেহেরপুর প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫৬, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মনিরুজ্জামান মনি নামের এক যুবদল নেতা আটক। আটক মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক। গাংনী পৌর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতার ঘরের ছাদের উপর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম। পরে মনিরুজ্জামান মনিকে আটক করে সেনাবাহিনী গাংনী ক্যাম্পে নিয়ে আসা হয়। 
 

সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মনিরুজ্জামান মনি নামের এক যুবদল নেতা আটক। আটক মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক। গাংনী পৌর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতার ঘরের ছাদের উপর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম। পরে মনিরুজ্জামান মনিকে আটক করে সেনাবাহিনী গাংনী ক্যাম্পে নিয়ে আসা হয়। 

সেনাক্যাম্প সূত্র জানিয়েছে,রবিবার দিবাগত রাত ২ টা থেকে সােমবার সকাল ৬ পর্যন্ত যুবদল নেতা মনির বাড়িতে অভিযান পরিচালিত হয়। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম মালসাদহ এলাকাস্থ মনিরুজ্জামান মনির বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করা হয়। সেই সাথে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল যুবদল নেতা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সেনাবাহিনী একটি ওয়ানশুটার গান পিস্তল ও মনিরুজ্জামান মনি নামের এক নেতা কে গাংনী থানায় হস্তান্তর করে। পুলিশ আটক ব্যাক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়