ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকাশ চন্দ্রকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০৬, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে দায়িত্বে যোগ না দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে দায়িত্বে যোগ না দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের Old Dominion University থেকে পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে দেশে ফিরে তিনি প্রথমে ১০ জুন ২০২৩ থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত অতিরিক্ত এক বছরের শিক্ষাছুটি চেয়ে আবেদন করেন। কিন্তু শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম বৈঠকে আবেদনটি গ্রহণযোগ্য হয়নি। পরে ১৭ অক্টোবর (২০২৩) তাকে এক মাসের মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।

পরে আবার ১০ জুন ২০২৪ থেকে ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ছুটি বৃদ্ধির আবেদন করেন। এটিও স্ট্যান্ডিং কমিটির ১৯৬তম সভায় গৃহীত হয়নি। এরপর ৩ নভেম্বর (২০২৪) ফের এক মাসের মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ না দিয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

এই আচরণের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সিন্ডিকেটের ২৭১তম সভায় (৩০ অক্টোবর ২০২৫) কমিটির প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়।

পরবর্তীতে বিধির 3(h) এবং 4(1)(f) ধারা অনুসারে ১০ জুন ২০২৩ থেকে কার্যকরভাবে ড. বিকাশ চন্দ্র সিংহকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়