কলমাকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

রিপোর্ট মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২৪, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

বিশেষ অতিথি ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) সজল সরকার।

সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার, সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।

দিনব্যাপী আয়োজনে ছিল—স্টল পরিদর্শন, কৃষক সমাবেশ, দাপ্তরিক প্রতিবেদন উপস্থাপন, সফল খামারিদের সম্মাননা ও পুরস্কার বিতরণী। প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা ওক প্রতিষ্ঠান।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ খামারি, উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়