পুঠিয়ায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর পুঠিয়া সদর এলাকায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রাজশাহীর পুঠিয়া সদর এলাকায় কাজিম মাস্টার কিন্ডার গার্ডেনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ২৪ নভেম্বর সকাল ১১ টার সময় পঠিয়া সদরে অবস্থিত কাঠালবাড়ীয়া এলাকায় কাজম মাস্টার কিন্ডার গার্ডেনের ওই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কাজিম মাস্টার কিন্ডার গার্ডেন এর পরিচালক শফিকুল ইসলাম স্বাধীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০৮-২০১৮ ও ২০২৬ সালের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, আহ্বায়ক জিয়া মঞ্চ রাজশাহী জেলা শাখা। শফিউল ইসলাম, যুগ্ন আহবায়ক জিয়া মঞ্চ রাজশাহী জেলা শাখা। মোস্তাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক জিয়াগঞ্জ রাজশাহী জেলা শাখা। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম স্বাধীন। নন্দ কুমার সরকার, প্রিন্সিপাল কাজিম মাস্টার কিন্ডার গার্ডেন ও সহকারী শিক্ষক অবসরপ্রাপ্ত পরেশ নারায়ণ (পিএন) সরকারী উচ্চ বিদ্যালয়। বিনয় কুমার সাহা, সহ-সভাপতি পুঠিয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন। সুমন রেজা, পরিচালক ভেক্টর ক্যাডেট স্কুল এন্ড কলেজ মোল্লাপাড়া পুঠিয়ার রাজশাহী।
একই সাথে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নজরুল ইসলাম মন্ডল বলেন শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না তাই তোমাদের প্রতি আবার আকুল আবেদন থাকবে, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এবং নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করবে। এই প্রতিষ্ঠানটির আমি সার্বিক মঙ্গল কামনা করি।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উক্ত কিন্ডারগার্ডেন এর নয় জন শিক্ষক ও একজন স্টাফ সহ অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ। উল্লেখ্য যে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৯ সালে স্থাপিত হয়। তারপর এখন পর্যন্ত সম্মানের সহিত চলছে পাঠদান। বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৭০ জনের মতো।