ছাতক সিমেন্ট কারখানায় মজুরী কমিশনের দাবীতে শ্রমিকদের গেট মিটিং ও মানববন্ধন।
ছাতক প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ)বি-৮০ এর উদ্যোগে ইউনিয়নের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সিবিএ সহ-সভাপতি জাবেদ কাওসারের সঞ্চালনায় এক গেট মিটিং ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যামিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি ও কারখানার( সিবিএ) বি- ৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি শ্রমিক ইউনিয়ন (সিবিএ)বি-৮০ এর উদ্যোগে ইউনিয়নের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সিবিএ সহ-সভাপতি জাবেদ কাওসারের সঞ্চালনায় এক গেট মিটিং ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যামিকেল ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি ও কারখানার( সিবিএ) বি- ৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন।
মঙ্গলবার সকাল ৮ টায় ছাতক সিমেন্ট কারখানার প্রধান ফটক (টাইম অফিসের সামনে) জাতীয় মজুরী কমিশন ভূক্ত শ্রমিকদের ৫ ভাগ ও ১৫ ভাগ বিশেষ সুবিধা দ্রুত কার্যকর করতে, একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করতে ও ছাতক সিমেন্ট কারখানা দ্রুত চালু করণ ও এক কর্পোরেশন এক কমিশনের দাবীতে গেট মিটিং ও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কারখানার সিবিএ কার্যকরি সভাপতি মিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, কারখানার উৎপাদন বিভাগের মফিজুর রহমান শাহিন, কারিগরি বিভাগের শামছুর রহমান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন সিবিএ অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিএ সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া,কারখানা শ্রমিক জাহাঙ্গীর আলম, সুলেমান খান, সৈয়দ গোলাম মোস্তফা, জাহেদ সারওয়ার, ইন্তাজ আলী, রমিজ আলী, জালাল উদ্দিন, আবুসুফিয়ান বাবুল প্রমূখ।