কালী মন্দিরে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার আরমান
স্টাফ রিপোর্টার || বিএমএফ টেলিভিশন
ঢাকা-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান বড় বাজার কালী মন্দিরে সনাতনী সম্প্রদায়ের ভাই–বোনদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।মতবিনিময় অনুষ্ঠানে তিনি সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি, পূজা মণ্ডপ কমিটির সদস্য, স্থানীয় গুণীজন ও উপস্থিত সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। ধর্মীয় সহাবস্থান, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহঅবস্থানের বিষয়ে সম্প্রদায়ের নেতৃবৃন্দও তাঁদের মতামত তুলে ধরেন।
ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যায়। তিনি জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময়কে সম্প্রীতি বৃদ্ধির জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।