মধুপুরে কে ওয়াই মুরগি মার্কা ঢেউটিনের গৃহ নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫০, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

দক্ষ হতে স্বপ্ন বড়ি এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে কে ওয়াই স্টিল মিল লিমিটেডের কেডিএস গ্রুপ প্রতিষ্ঠান কে ওয়াই মুরগি মার্কা ঢেউটিনের গৃহ নির্মাণ  শিল্পী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষ হতে স্বপ্ন বড়ি এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে কে ওয়াই স্টিল মিল লিমিটেডের কেডিএস গ্রুপ প্রতিষ্ঠান কে ওয়াই মুরগি মার্কা ঢেউটিনের গৃহ নির্মাণ  শিল্পী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গৃহ নির্মাণ শিল্পী সম্মেলন ১২০ জন গৃহ নির্মাণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও কে ওয়াই মুরগি মার্কা ঢেউটিনের ঢেউ টিনের গুণগত মান সম্বন্ধে অবগত করা হয় এবং মুরগি মার্কার ঢেউটিনের বিভিন্ন ধরনের টিনের ধারণা দেওয়া হয়।

মেসার্স শরিফ এন্টারপ্রাইজ এর আয়োজনে (২৬ নভেম্বর) বুধবার সকালে কানন রেস্টুরেন্টে তৃতীয় তলায় কেওয়াই মুরগি মার্কা ঢেউটিনের টিনের নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে কে ওয়াই স্টিল মিল লিমিটেড এর ডিলার মেসার্স শরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ শরীফুল আলম শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেওয়াই স্টিল মিল লিমিটেড টাঙ্গাইল জেলা এরিয়া ম্যানেজার মোঃ আরমান উদ্দিন হৃদয় , টাঙ্গাইল জেলা মার্কেটিং অফিসার নিক্সন চক্রবর্তী, উত্তর টাঙ্গাইল সেল এরিয়া ম্যানেজার  প্রীতম পাল প্রমুখ,

আরো বক্তব্য রাখেন মেসার্স শরীফ এন্টারপ্রাইজের ম্যানেজার অজয় কুমার পন্ডিত,  শরীফ এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার আব্দুল আলিম, রিটেইলার ও সাংবাদিক মো. নুর আলম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে ওয়াই স্টিল লিমিটেডের শেরপুর টেরি অফিসার ওয়াদুদ আহমেদ অভি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়