নির্বাচন পর্যবেক্ষনের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি জেলা প্রশাসক আরিফ-উজ-জামান

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৪, সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নির্বাচন পর্যবেক্ষনের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একযোগে কাজ করব। কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগীতা কামনা করছি।

নির্বাচন পর্যবেক্ষনের কাজ চলছে, আমরা শতভাগ সতর্ক আছি। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলকে নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একযোগে কাজ করব। কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগীতা কামনা করছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন, জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

পরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লেঃ কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়