জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে আটপাড়ায় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ আশিক মিয়া আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষ্যে আটপাড়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষ্যে আটপাড়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আটপাড়া, নেত্রকোনা-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কনসহ নানা ধরনের সাংস্কৃতিক ও সহপাঠ্যক্রমমূলক ইভেন্টে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ বিকাশ করা। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে এবং শিক্ষা কার্যক্রম আরও আনন্দময় হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ এ আয়োজনকে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি আটপাড়া উপজেলায় শিক্ষাক্ষেত্রে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি