২৭ লাখ টাকা আত্মসাতের মামলা থেকে মেহজাবীনের মুক্তি

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অবশেষে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। অভিযোগের সত্যতা না পাওয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেন এবং মামলাটি নথিজাত করার নির্দেশ দেন।

২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলা থেকে অবশেষে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। অভিযোগের সত্যতা না পাওয়ায় আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেন এবং মামলাটি নথিজাত করার নির্দেশ দেন।

সোমবার সকালে আদালতে হাজির হন মেহজাবীন ও তার ভাই। এ সময় অভিনেত্রীর মুখে ছিল কালো মাস্ক। শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আদেশ দিলে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, ‘আমরা দুজনের পক্ষে আদালতে জবাব দাখিল করেছি। আদালতকে স্পষ্ট জানিয়েছি, মামলার এজহারে বর্ণিত ৭৯ লাইনের বক্তব্য সম্পূর্ণ সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী বা তার ভাইয়ের কোনো দেখাই হয়নি। তাই হুমকি-ধমকি বা ভয়ভীতি প্রদর্শনের কোনো প্রশ্নই আসে না। আদালত আমাদের যুক্তি গ্রহণ করে তাদের অব্যাহতি দিয়েছেন।’

আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। বাদীর অভিযোগ ছিল, পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রলোভন দেখিয়ে মেহজাবীন ও তার ভাই বিভিন্ন সময়ে নগদ ও বিকাশের মাধ্যমে তার কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়েছেন। কিন্তু দীর্ঘদিনে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি টাকা ফেরত চাইলে তারা কালক্ষেপণ করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাইসহ কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন। এই ঘটনায় ২৪ মার্চ বাদী হয়ে তিনি মামলাটি করেন।

এর আগে গত ১০ নভেম্বর এই মামলায় মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে ১৬ নভেম্বর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। আজ চূড়ান্ত শুনানির মাধ্যমে এই আইনি জটিলতার অবসান ঘটল।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়