সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২২, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন।
 

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন।

সভায় আগামী সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ সুন্দর করা, ভোটকেন্দ্রে যাতায়াতের সুব্যবস্থা থাকা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ,অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ,মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক,অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ ,জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,সিভিল সার্জনের প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ ,জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু,, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল,সেক্রেটারি আব্দুল আজিজ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমম্বয়ক আরাফাত হোসেন, সরকারি কলেজের  অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়