পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে চলছে জকসু নির্বাচন

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৩৩, মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন। তবে নির্বাচনে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তারা বলছেন, যারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদের বেছে নিবে নেতৃত্বে।

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন। তবে নির্বাচনে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তারা বলছেন, যারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদের বেছে নিবে নেতৃত্বে।

জকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোস্তফা হাসান বলেন, এই সুষ্ঠু সুন্দর পরিবেশে কেউ বানচাল করতে চাইলে তার বিপদ হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চলছে। ভোটকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৩ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে বেছে নিবেন আগামী এক বছরের নেতৃত্ব।

তারা বলছেন, বিগত দিনে যারা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করেছে ও আগামী দিনে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদেরকে বেছে নিবেন শিক্ষার্থীরা।

সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চললেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রদল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করে বলেন, ভোটার টোকেন নিয়ে কমিশন পক্ষপাত মূলক আচরণ করেছে।

এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কেউ বানচাল করার চেষ্টাও করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোস্তফা হাসান।

এই নির্বাচনে ১৬ হাজার ৬৪৫ জন ভোটার, যার মাত্র ১ হাজার ২৪২ জন আবাসিক শিক্ষার্থী। আর ২১ টি পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়