চট্টগ্রামের সাবেক সাংসদ মুজিবুর রহমানের বাসার সামনে গুলি বর্ষণ
চট্টগ্রাম প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন
নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তিনি স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী এবং সিআইপি মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তিনি স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী এবং সিআইপি মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মুজিবুর রহমানের বাড়িতে মুখোশধারীরা গুলি করে বলে জানায় পুলিশ।
গুলির করার সময় পরিবারের সদস্যদের নিয়ে ঘুমে ছিলেন উল্লেখ করে মুজিবুর রহমান বলেন,আমরা ঘুমে ছিলাম গুলির শব্দ পাইনি। ঘুম থেকে উঠে গুলির বিষয়টি জানতে পারি।
সিসি ক্যামেরার ফুটেজের মুখোশধারীদের গুলির করা চিত্র স্পষ্ট দেখা গেছে।
এ বিষয়ে সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, একটি মাইক্রোবাসে ৮ জন মুখোশধারী এসেছিল। এরপর পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে চলে যায়। চাঁদার জন্য ভয় দেখাতেই বাড়ির সামনে ও পেছনে গুলি করা হয়েছে।
পুলিশ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারীরা চাঁদা না পেয়ে বাড়ি লক্ষ্য করে এ গুলি করেছে।
ব্যবসায়ী এবং সাবেক সাংসদ মুজিবুর রহমান বলেন, ‘মাস দেড়েক আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে আমাকে যোগাযোগ করতে বলেছিল। আমি বিষয়টি তেমন আমলে নিইনি। আজকের ঘটনার সময় আমি ঘুমিয়ে ছিলাম। আমার বাড়ির সামনে এসে একাধিক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে গেছে অজ্ঞাতরা।’