দুর্ঘটনায় নিহত ৪০ ভারতীয় ওমরাহ যাত্রীর জানাজা মদিনায়

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৯, রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৪০ জনের বেশি ভারতীয় ওমরাহ যাত্রীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) মদিনার মসজিদে নববিতে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৪০ জনের বেশি ভারতীয় ওমরাহ যাত্রীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) মদিনার মসজিদে নববিতে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানাজার নামাজ পরিচালনা করেন শাইখ আব্দুল বারি থুবাইটি। জানাজার সময় বহু মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। পরে নিহতদের দাফন করা হয় ‘জান্নাতুল বাকি’ মসজিদের পার্শ্ববর্তী ঐতিহাসিক কবরস্থানে।

প্রতিবেদনের তথ্য মতে, দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে, যখন ওমরাহ যাত্রীরা মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। তাদের বাস একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়। ভগ্যক্রমে একজন বেঁচে যান।

সৌদি ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।

তেলঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি.সি. সাজ্জান এই দৃশ্যকে 'হৃদয়বিদারক' হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন যে নিহতদের মধ্যে অনেকেই দুটি বড় পরিবারের সদস্য ছিলেন। এই মর্মান্তিক ঘটনা ভারতের, বিশেষ করে হায়দ্রাবাদের বড় ওমরাহ কমিউনিটির মধ্যে ব্যাপক শোক সৃষ্টি করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, তিনি ‘গভীরভাবে দুঃখিত’ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়