দিঘলিয়ায় আতাই নদীর ভাঙনে ৮-১০টি বসতবাড়ি বিলীন, আতঙ্কে শতাধিক পরিবার

মামুন হাচান, খুলনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:৪৯, সোমবার, ২৬ মে, ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারনকৃত ছবি

ধারনকৃত ছবি

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের আবালগাতী ও ডোমরা গ্রামে আতাই নদীর ভয়াবহ ভাঙনে ৮-১০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। দেড় শতাধিক পরিবার এখন সরাসরি ঝুঁকির মুখে রয়েছে। নদীপাড়ে বসবাসরত এসব পরিবার রাত কাটাচ্ছে চরম আতঙ্কে।

 

ভুক্তভোগী শৈলেন বিশ্বাস ও মিতা বিশ্বাস জানান, হঠাৎ নদীভাঙনে তাদের ঘরবাড়ি, শস্যক্ষেত ও পানের বরজ একেবারে নদীতে ভেসে গেছে। বসবাসের কোনো জায়গা না থাকায় নদীর ধারেই অস্থায়ী ঘর তুলে বসবাস করছেন তারা।

ভাঙনের খবর পেয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম ২৫ মে (রবিবার) বিকেলে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান। তিনি নৌকা ও পায়ে হেঁটে ভাঙনস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। ইউএনও বলেন, "এই প্রাকৃতিক দুর্যোগে সবাইকে ধৈর্য ধরতে হবে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।"

তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, গাজীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সোহাগ মুন্সি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বহু পরিবার এখন বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। দ্রুত নদী রক্ষা বাঁধ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়