শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন

শহিদুল ইসলাম রেদুয়ান: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৩, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

শান্তিগঞ্জের গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 শান্তিগঞ্জের গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ই জানুয়ারি) উপজেলার গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় হলরুমে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের ব্যবস্থাপনায় শতাধিক উপকারভোগী নারী-পুরুষদের চোখের পরীক্ষা ও সেবা প্রদান করা হয়েছে।

ক্যাম্পেইন পূর্ববর্তী আলোচনা সভায় জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা মটরচালক দলের সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ -এর সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মুস্তাফা মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, জনতা চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: ওবায়দুর রহমান, রাজীব সরকার মেডিকেল এসিস্ট্যান্ট, প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান। প্রোগ্রাম অর্গানাইজার ফয়সাল আহমেদ, মেডিকেল এসিস্ট্যান্ট বদরুল আলম, প্রমুখ।

উপকারভোগীরা জানান, দীর্ঘদিন যাবৎ চিকিৎসার অভাবে চোখের সমস্যায় ভুগছি এই ক্যাম্পেইন আমাদের নতুন আশা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়