মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ (গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে হারুন গাজী (৪০) নামে এক ব্যক্তির  ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে হারুন গাজী (৪০) নামে এক ব্যক্তির  ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত হারুন গাজী, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দূর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দূর্গাপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোহাম্মদ আবুল হাছনাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মোহাম্মদ আবুল হাছনাত বলেন, অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১২ ধারায় হারুন গাজী নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়