সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:১০, বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাধারণ শিক্ষার্থীদের সময় সচেতনতা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের দেয়ালে একটি ঘড়ি স্থাপন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
 

সাধারণ শিক্ষার্থীদের সময় সচেতনতা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের দেয়ালে একটি ঘড়ি স্থাপন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে ঘড়ি স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সান, ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, শেখ মিনহাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় সহায়তা করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়