বিশ্বে সবচাইতে উষ্ণ এখন অস্ট্রেলিয়া, দাবানলের ঝুঁকি চরমে

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৩৮, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অসহনীয় আর্দ্রতা ও তীব্র গরমে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে।

অসহনীয় আর্দ্রতা ও তীব্র গরমে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলের মার্বেল বার ছিল পৃথিবীর সবচেয়ে গরম স্থান, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস। Ogimet-এ তথ্য প্রকাশ করেছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার নর্থ ওয়েস্ট কেপের কাছে অবস্থিত লিয়ারমন্ট বিমানবন্দর ও লিওনোরা এয়ারোতে তাপমাত্রা পৌঁছায় ৪৬.২ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া লিওনোরা লিনস্টার অ্যারোড্রোমে-এ ৪৫.৮ ডিগ্রি এবং ল্যাভারটাউনে-এ ৪৫.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পশ্চিম অস্ট্রেলিয়ায় চলমান এই তাপপ্রবাহ একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে, যেখানে রাজ্যের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে।

দূরবর্তী শহর পারাবুরডুতে গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে বলে ওয়েদার জোন ‘Weatherzone’ জানিয়েছে। এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা।

এই উচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পর পশ্চিম অস্ট্রেলিয়ায় দিনের বেলায় চরম গরম পড়ে, যেখানে রাজ্যের উত্তর উপকূলে অবস্থিত অনসলো বিমানবন্দরে তাপমাত্রা পৌঁছায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসে।

যদিও এটি রাজ্য বা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা নয়, তবুও এর ফলে অনসলো বিমানবন্দর সেদিন আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে গরম স্থান হিসেবে বিবেচিত হয়।

বাস্তবে, অন্জসলো সেদিন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের তুলনায় ১০০ ডিগ্রিরও বেশি গরম ছিল।

রাশিয়ার সাখা প্রজাতন্ত্রে তাপমাত্রা ছিল মাইনাস ৫৩.৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অন্জসলো ছিল সেখানে তুলনায় ১০২.৫ ডিগ্রি বেশি উষ্ণ।

এদিকে দেশটির বেশিরভাগ অঞ্চল তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে চরম দাবানলের ঝুঁকি তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (ACT) ছাড়া বাকি সব রাজ্য ও অঞ্চলের কিছু অংশে তাপমাত্রা ৪৩ ডিগ্রির ওপরে উঠে যায়। মেলবোর্নে ২০২০ সালের পর সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয়েছে।

ওয়েদার জোনের কর্মকর্তা বেন ডোমেনসিনো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এই তাপপ্রবাহ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চরম ও বিপর্যয়কর আগুনের ঝুঁকি বাড়িয়ে তুলবে।’

আগামীকাল পুরো ভিক্টোরিয়া রাজ্যে অগ্নিনিষেধাজ্ঞা জারি থাকবে, এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে দাবানলের ঝুঁকি হবে ভয়াবহ মাত্রার।

সূত্র: ডেইলি মেইল

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়