যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে যে বার্তা দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:০১, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে টেলিভিশনে বক্তব্য প্রদান করে বলেছেন, ‘আমেরিকা এই ধ্বংসাত্মক যুদ্ধ (ইউক্রেন যুদ্ধ) শুরু করেছে এবং কোনো ফল পাননি। বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, তিন দিনের মধ্যে সমস্যা সমাধান হবে। এক বছর পরে তিনি সেই দেশে জোর করে ২৮ ধারার পরিকল্পনা চাপিয়ে দিচ্ছেন।

আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি ইউক্রেন সংকট নিয়ে টেলিভিশনে বক্তব্য প্রদান করে বলেছেন, ‘আমেরিকা এই ধ্বংসাত্মক যুদ্ধ (ইউক্রেন যুদ্ধ) শুরু করেছে এবং কোনো ফল পাননি। বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, তিন দিনের মধ্যে সমস্যা সমাধান হবে। এক বছর পরে তিনি সেই দেশে জোর করে ২৮ ধারার পরিকল্পনা চাপিয়ে দিচ্ছেন।’

খামেনি তার বক্তব্যে উল্লেখ করেছেন, ইউক্রেনকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের উদ্দেশ্য ছিল রাশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব হ্রাস করা। যুক্তরাজ্যও ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা বারবার জোর দিয়েছে, এবং প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বে প্রো-পশ্চিমা ইউক্রেন সরকার আমেরিকার সহযোগিতায় রাশিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষে সম্মত হয়েছে।

খামেনি আরও বলেন, আমেরিকান প্রেসিডেন্টের প্রতিশ্রুতির এক বছর পরে যুদ্ধ এখনও চলছে।

তিনি আমেরিকার ২৮-পয়েন্টের পরিকল্পনাকেও উল্লেখ করেছেন, যা মূলত রাশিয়ার স্বার্থ অনুযায়ী তৈরি এবং এতে দোনেৎস্ক, লুহানস্ক ও ক্রিমিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে। ন্যাটোকে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে হবে এবং ইউক্রেনের ন্যাটো যোগদানের সমস্যা সমাধান করা হয়েছে, যা মূলত যুদ্ধের প্রধান কারণ।

খামেনি বলেন, ‘এই ধ্বংসাত্মক যুদ্ধ কোনো ফল দেয়নি এবং এটি ট্রাম্পের যুদ্ধপ্রিয় নীতির প্রমাণ। যিনি তিন দিনের মধ্যে সমাধানের কথা বলেছিলেন, তিনি এক বছরের পরে জোর করে ২৮-পয়েন্টের পরিকল্পনা চাপাচ্ছেন, তবুও ইউক্রেনে শান্তির কোনো নিশ্চয়তা নেই।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়