চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানাই: ইশরাক

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

সোমবার (২৪ নভেম্বর) এক ফেসবুক পোস্ট দিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে ইশরাক হোসেন দাবি করেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করার পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) ও জামায়াতে ইসলামি একই মন মানসিকতার ধারক ও বাহক তা বলা বাহুল্য।

তিনি বলেন, যে যে আসনে এই নব্য ফ্যাসিবাদরা মাথাচাড়া দিবে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। কয়দিনের মধ্যে বাংলাদেশের জনগণ দেখতে পারবে স্বৈরাচার আর রাজাকার, মিলে মিশে একাকার হয়ে গেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়