সিদ্ধিরগঞ্জে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সঙ্গে এনসিপির আলোচনা

নারায়ণগঞ্জে নাগরিক সমস্যা সমাধান ও নতুন সংবিধান দাবিতে এনসিপির উঠান বৈঠক

বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৭, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাগরিক সমস্যা সমাধান, নতুন সংবিধান ও বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এনসিপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


 

নাগরিক সমস্যা সমাধান, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


 

সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিকের সঞ্চালনায় বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য জাবেদ আলম, সোহেল খান, ফজলে রাব্বি, রাইসুল ইসলামসহ সিদ্ধিরগঞ্জ থানার এনসিপি সংগঠকবৃন্দ। সভায় নাগরিক সমস্যা সমাধান ও সংবিধান সংশোধনসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়