আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা
বড় পর্দা আর ওয়েব সিরিজে বাজিমাত করার পর ফের আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় তার এই প্রত্যাবর্তন যেন নতুন করে উন্মাদনা ছড়িয়েছে দর্শকমহলে। এরই মধ্যে প্রকাশ্যে আসা প্রমোতেই স্পষ্ট, এবার একেবারে ভিন্ন আঙ্গিকের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে এবার র্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে।