ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন রাত ৮টায়

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:৪৭, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শেষ পর্যন্ত ১১ দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় আসন সমঝোতা হচ্ছে। যার চূড়ান্ত ঘোষণা রাত ৮টায়।

শেষ পর্যন্ত ১১ দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় আসন সমঝোতা হচ্ছে। যার চূড়ান্ত ঘোষণা রাত ৮টায়।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামি আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন হবে রাত ৮টায়। সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে।

এদিকে, এ বিষয়ে এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

ad
গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলে। এরমধ্যে গুঞ্জন উঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন।  

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা ১২টার বৈঠকে বসেন। যা শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা কথা বলেন। তারা বলেন, ১১ দলীয় জোট ভাঙবে না। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

তবে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে। রাত ৮টায় বিস্তারিত ঘোষণা করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়