রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মিছিল: নেতৃত্বে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু
স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ মীর || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু-এর নির্দেশনায় রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু-এর নির্দেশনায় রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জ জেলার ভুলতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঠাকুরবাড়ির টেক এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এলাকার যুব সমাজ ও সর্বস্তরের জনগণকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করাই ছিল এই মিছিলের মূল উদ্দেশ্য।
এলাকাবাসী জানান, সমাজকে মাদক মুক্ত করতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত জরুরি। স্থানীয় বিএনপি নেতা দিপু ভাইয়ের নির্দেশে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।
মিছিল চলাকালীন সময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেনঠাকুরবাড়ির টেক গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মনিরুজ্জামন মসজিদ কমিটির সভাপতি কবির হোসেন,সাধারণ সম্পাদক সেলিম ভুইয়াএছাড়াও উপস্থিত ছিলেন: মক্তার হোসেন, হাসান আলী, নাজমুল ভুইয়া, আহমেদ আলী, মাসুদ রানা, টিপু সুলতান, মিলন মিয়া,নাঈম ভূইয়া, নবী কাজী,আফসান রহমান জিদান, সহ এলাকার আরো অনেক সচেতন নাগরিক।
উপস্থিত বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।