ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
উত্তর-পশ্চিম ইংল্যান্ডেও আঘাত হেনেছে ভূমিকম্প। ভূমিকম্পটি ৩ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস)।
উত্তর-পশ্চিম ইংল্যান্ডেও আঘাত হেনেছে ভূমিকম্প। ভূমিকম্পটি ৩ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানিয়েছে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস)।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) আরও জানায়, মধ্যরাতে আঘাত হানা এই কম্পনে বেশ কিছু এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে এবং ঘুম থেকে জেগে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার ও সাউদার্ন লেক ডিস্ট্রিক্ট জুড়ে প্রচণ্ডভাবে টের পাওয়া গেছে। কেন্ডাল, উলভারস্টনসহ আশপাশের বিভিন্ন শহরেও কম্পন অনুভূত হয়।
বিজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে প্রায় ১২ মাইল দূরে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, সিলভারডেল উপকূলের কাছেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল, যা ছিল মাত্র ১.৮৬ মাইল গভীরে।
কম্পনের সময় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সম্ভাব্য কেন্দ্রস্থল থেকে প্রায় ৪.৮ মাইল দূরের কার্নফোর্দে বসবাসকারী ক্যাটরিনা সিমন্স বলেন, হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে তিনি ভয় পেয়ে যান। “মনে হচ্ছিল, যেন কেউ গাড়ি নিয়ে ঘরে ঢুকে পড়েছে,” বলেন তিনি।
এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও, বিজিএস জানিয়েছে, যুক্তরাজ্যে বছরে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত করা হয়। তবে এর মধ্যে খুব অল্প সংখ্যক সাধারণ মানুষ টের পান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তদন্ত ও পর্যবেক্ষণ কার্যক্রম চলছে।
সূত্র: বিবিসি, ডেইলি মেইল