তেঁতুলিয়ায় প্রান্তিক চাষিদের বিনামূল্যে বীজ-সার বিতরণ
এসকে দোয়েল পঞ্চগড় প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
পঞ্চগড়ের তেঁতুলিয়ার ২০২৪ -২০২৫ অর্থ বছরের প্রণোদনার আওতায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ কার্যালয়।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাঙ্গনে প্রথম ধাপে ১ হাজার ৫শ ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মধ্যে হতে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক ও উপকারভোগী চাষিরা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২৪-২৫ অর্থ বছরের প্রণোদনার আওতায় তেঁতুলিয়ার প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে প্রতি চাষিকে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি করে টিএসপি ও ডিএপি সার বিতরণ করা হচ্ছে।
বীজ ও সার নিতে আসা কয়েকজন চাষি বলেন, সরকার আমাদেরকে কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করেছে। সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে এসব বীজ ও সার পেয়ে আমরা খুঁশি। এ বীজ বপন করে ফসল উৎপাদনে কৃষকদের পাশে এভাবে দাঁড়াতে সরকারের আরও সহযোগিতা চান তারা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামানা ফেরদৌস বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় তেঁতুলিয়ায় উপজেলায় প্রথম ধাপে দেড় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষক ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার পাচ্ছেন। কৃষকরা যাতে এসব বীজ রোপন করে ফসল উৎপাদন করে এটাই সরকারের চাওয়া। আমরা চাষিদের ফসল উৎপাদনে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় পরামর্শসহ বিনামূল্যে সার ও বীজ বিতরণ, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।