কটিয়াদিতে কৃষক -কিষাণীদের অংশগ্রহণে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাহবুবুর রহমান কটিয়াদি উপজেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কটিয়াদী প্রেসক্লাবের আহŸায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, অধ্যক্ষ মোজাম্মেল হক, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মসুয়া ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক ও জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।
অনুষ্ঠানে বক্তারা কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।