জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করবেন যেসব জায়গায়

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪৮, রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকায় প্রতিদিনই নানা দুর্ঘটনা, অপারেশন কিংবা জটিল রোগে আক্রান্ত রোগীদের রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই রক্তের অভাবে চিকিৎসা ব্যাহত হয়, যা হয়ে উঠতে পারে জীবন-মরণের প্রশ্ন। এই বাস্তবতা মাথায় রেখে, ঢাকা শহরের নির্ভরযোগ্য ও কার্যকর ব্লাড ব্যাংকগুলোর তালিকা দেয়া হলো।

ঢাকায় প্রতিদিনই নানা দুর্ঘটনা, অপারেশন কিংবা জটিল রোগে আক্রান্ত রোগীদের রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই রক্তের অভাবে চিকিৎসা ব্যাহত হয়, যা হয়ে উঠতে পারে জীবন-মরণের প্রশ্ন। এই বাস্তবতা মাথায় রেখে, ঢাকা শহরের নির্ভরযোগ্য ও কার্যকর ব্লাড ব্যাংকগুলোর তালিকা দেয়া হলো।

পুলিশ ব্লাড ব্যাংক
ঢাকা মহানগর পুলিশের এই ব্লাড ব্যাংকটি সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত।
ঠিকানা: সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, মতিঝিল
হেল্পলাইন: 01320-037333

এভারকেয়ার হাসপাতাল ট্রান্সফিউশন ডেপ্ট
রক্ত উপাদান বিশ্লেষণ, সংরক্ষণ ও সরবরাহে আন্তর্জাতিক মান বজায় রাখে।
ঠিকানা: প্লট ৮১, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক, ঢাকা ১২২৯
ফোন: 02-55037242

ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক
এখানে প্রতিদিন রক্ত পরীক্ষণ, সংরক্ষণ ও সরবরাহ আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয়।
ঠিকানা: প্রিন্সিপাল আবুল কাশেম রোড, মিরপুর-১, ঢাকা
হেল্পলাইন: 01301-254924
ওয়েবসাইট: https://delta-hospital.com

বিশেষ দ্রষ্টব্য: ডেলটা ব্লাড ব্যাংক এ একাধিক গ্রুপের রক্ত প্রতিনিয়ত রিজার্ভে থাকে, যা জরুরি সময় রোগীকে বাঁচাতে বড় ভূমিকা রাখে।

-স্বেচ্ছাসেবী সংগঠন যাদের পাশে পাওয়া যায়:
বাধন
বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, ২৪ ঘণ্টায় ডোনার খোঁজে সহায়ক।
ওয়েবসাইট: badhan.org.bd

সন্ধানী
মেডিকেল কলেজ ছাত্রদের পরিচালিত, দেশের প্রথম রক্তদাতা সংগঠন।
ইউনিট: ঢাকা মেডিকেল, ঢাকা ডেন্টালসহ বিভিন্ন জায়গায় কার্যকর।
ওয়েবসাইট: sandhani.org

রেড ক্রিসেন্ট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পরিচালিত। বহু বছর ধরে তারা রক্ত সরবরাহ করে আসছে।
ঠিকানা: মগবাজার, ঢাকা
ফোন: 02-9116563

রক্তদান জীবন বাঁচায়। আপনার একটি সিদ্ধান্ত, কারও জীবন ফেরাতে পারে। আর যাদের রক্ত প্রয়োজন, তাদের যেন তথ্যের অভাবে জীবন বিপন্ন না হয়—সেই লক্ষ্যে এই সংবাদ প্রকাশ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়