সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ লায়লা পারভিন সেঁজুতি গ্রেপ্তার

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:২৫, মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারনকৃত ছবি

ধারনকৃত ছবি

সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে তার সাতক্ষীরা শহরের হাটের মোড় এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনিসাবেক আওয়ামী লীগ নেতা  স.ম আলাউদ্দিনের মেয়ে ও চ্যারেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদের স্ত্রী।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন সেঁজুতি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ১৯৭৩ সালের বিশেষ ক্ষমতা আইনে সাতক্ষীরা সদর থানায়  করা মামলায় তিনি একজন আসামী। মামলা নং-২৪। তাং-১৮/০২/২৫।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে তার হাটের মোড়ের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাকে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়