সিআরসির উদ্যোগে ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ
মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি)—এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত এই আয়োজন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি)—এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত এই আয়োজন করা হয়।
এসময় শিশুদের মাঝে কাঁঠাল, কলা, আপেল, জামরুল, ড্রাগন ফল, আনারস, খেজুর, আমড়া, জাম, পেয়ারাসহ বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়। এছাড়া শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি প্রমুখ।
সংগঠনের সভাপতি ইমদাদুল হক বলেন, “কাম ফর রোড চাইল্ড সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। আমাদের একটি স্কুল আছে—‘সিআরসি স্কুল’—যেখানে ২০-২৫ জন শিক্ষার্থী রয়েছে। আমরা তাদের নিয়ে এই ফল উৎসবের আয়োজন করেছি, যাতে তারা পুষ্টিকর ফল ভোগ করে আরও সুস্থ ও সমৃদ্ধ হতে পারে। আমাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।”