রাঙ্গাবালী উপজেলায় বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৫২, শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা। 
 

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা। 

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১৫ জানুয়ারী ’২৬ রোজ বৃহসপতিবার সকাল ১০টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ তালাশ মাহামুদ সভায় আরো উপস্থিত ছিলেন নেটওয়ার্ক   এর সাধারণ সম্পাদক জনাব মোঃ রিয়াজুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ। আলোচ্য বিষয় ছিল -সমবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচী, নেটওয়ার্ক এর আগামী দ্বি-মাসিক পরিকল্পনা, খাস জমির আবেদন ও নেটওয়ার্কের বাৎসরিক সভা ইত্যাদি। 

সভায় নেটওয়ার্ক এর সভাপতি জানান, ০৪টি সমবায় সমিতি গঠন এর জন্য গলাচিপা সমবায় অফিসারের সাথে সমন্বয় করা হয়েছে। এমাসের মধ্যে সকল কাগজপত্র জমা দিতে হবে।  পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে অগ্রিাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করার জন্য কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড এর সাথে ইতি মধ্যে উপজেলা পানি কমিটি এবং নেটওয়ার্ক এর প্রতিনিধীদের নিয়ে সভা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড একটি তালিকা দিয়াছিল, তার মধ্যে থেকে কোনগুলি অগ্রিাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করা প্রয়োজন সে অনুযায়ী একটি প্রস্তাবনা তালিকা তৈরী করা হয় যেমন: গহিন খালী খাল, হরিদ্রাখালী ঞাল, খালগোড়া খাল, চর ইমারসন খাল। ডিসিআর এর আবেদন জমানের জন্য নেটওয়ার্ক সহযোগীতা করেবে মর্মে সভায় সিদ্ধান্ত  হয়। ফেব্রুয়ারী’২৬ মাসে নেটওয়ার্র্ক এর বাৎসরিক সভা ফিশনেট প্রকল্পের ০৬টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হবে। সভাটি কলাপাড়ায় উপজেলায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় রাঙ্গাবালী উপজেলা নেটওয়ার্ক এর প্রতিনিধি অংশ গ্রহন করবে। সেহতেু রাঙ্গাবালী উপজেলার নেটওয়ার্ক এর মাধ্যমে বাস্তবাযিত কারযক্রম উক্ত সভায় উপস্থাপন করা হবে, তাই এজন্য প্রয়োজনীয় প্রস্তুতী সেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় নেটওয়ার্কের আগামী ০২ মাসের কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ, খুলনা এর জনাব মোঃ মিজানুর রহমান এ্যডভোকেসী অফিসার এবং জনাব মোঃ মাকসুদুর রহমান, মনিটরিং অফিসার উপস্থিত ছিলেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়