কুমারখালীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোশারফ হোসেন কুমারখালী প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২৯, মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

সিএসএস-এর প্রতিষ্ঠাতা প্রয়াত রেভারেন্ড পল মুন্সীর স্মরণে কুষ্টিয়ার কুমারখালী ব্রাঞ্চে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

সিএসএস- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে  অদ্য ১৭ জুন মঙ্গলবার দিন ব্যাপী কুমারখালী ব্রাঞ্চে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন, গাইনী ও মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সাদিয়া মৌ । এই সময় উপস্থিত ছিলেন সিএসএস  কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পার্থ কুমার সাহা, ব্রাঞ্চ ম্যানেজার শিবশংকর ঢালি  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  দিনব্যাপী পরিচালিত ক্যাম্পে শতাধিক নারী ও শিশুকে বিনামূল্যে চিকিসেবা প্রদান করা হয়।

উল্লেখ্য, সিএসএস-এর প্রতিষ্ঠাতা  রেভারেন্ড পল মুন্সী ২০০৮ সালের ২রা জানুয়ারী মৃত্যুবরণ করেন। তারই স্মরণে সিএসএস প্রতিষ্ঠানটির বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়