ইবির উজানগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি মজিদ ,সেক্রেটারি রউফ
আজিজুল ইসলাম ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে সুন্দর ও শৃংখল পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন।
১৫ই জুন করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে, উজাগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ।
মোট ভোটার ৪৫৯,ভোট পোল হয়েছে ৪৪৯ এর ভোটারের মধ্যে সভাপতি প্রার্থী আনারস প্রতীকে মোঃ আব্দুল মজিদ ১৬৮ ভোট পেয়ে সভাপতি ও তার নিকটতম প্রার্থী হুমায়ুন কবির কাল্টু ছাতা প্রতীকে পেয়েছে ১৫৭ ভোট,হাবিবুর রহমান হাবু মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৯১ ভোট এবং সাইফুল ইসলাম ভুট্রো গরুর গাড়ী প্রতীকে পেয়েছে ২২ ভোট।
এছাড়াও আব্দুর রউফ মাষ্টার মই প্রতীকে ১৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ও তার নিকটতম প্রার্থী সাধু বিপ্লব মিয়া হাঁস প্রতীকে পেয়েছেন ১৩১ ভোট, শরিফুল সর্দ্দার দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট,বোরহান উদ্দিন বাবু চাকা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ এর সভাপতিত্বে ও কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জয়নাল আবেদীন প্রধান এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহিদুজ্জামান খোকন।