ঈদের ছুটিতেও চালু ছিল মনোহরদী পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা সেবা

মাহবুবুর রহমান , কটিয়াদি উপজেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:২৪, রবিবার, ১৫ জুন, ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 

ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে চিকিৎসা সেবা চালু ছিলো নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় জরুরি চিকিৎসা সেবা চালু ছিল।

মনোহরদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫-১৪ জুন ২০২৫ পর্যন্ত অত্র কার্যালয়ের আওতাধীন সকল সেবা কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, শিশু সেবা এবং পরিবার পরিকল্পনার জরুরি সেবা প্রদান করা হয়েছে।

মনোহরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনায় নরসিংদী জেলার উপ পরিচালক শেখ শাহীদুজ্জামান স্যারের সার্বিক তত্ত¡াবধানে সংশ্লিষ্ট সহকর্মীগণের আন্তরিক প্রচেষ্টায় ঈদের ছুটিতেও আমরা পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যের জরুরি সেবা প্রদান করেছি।

এবিষয়ে চরমান্দালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ তাসলিমা আক্তার জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঈদের ছুটিতেও আমরা সেবা কার্যক্রম চালু  রেখেছি। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশি এই ছুটিতে আমার কেন্দ্রে ০২টি নরমাল ডেলিভারি সার্ভিস দেওয়া হয়েছে। ছুটির সময়ে সেবা পেয়ে এলাকাবাসী অনেক খুশি।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়