বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ক্যারিবিয়ান ঝড়ের পর স্বস্তিতে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
হ্যাগলি ওভালে বৃষ্টিতে কেটে গেল দিনের বড় অংশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরুতে ক্যারিবিয়ান বোলাররা ঝড় তুললেও স্বস্তির জায়গায় থেকেই দিন শেষ করেছে নিউজিল্যান্ড। সাত নম্বরে নামা মাইকেল ব্রেসওয়েল ও ন্যাথান স্মিথের ৫২ রানের জুটি কিউইদের ধস নামা ইনিংস টেনে তোলে। দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৩১ রান।
হ্যাগলি ওভালে বৃষ্টিতে কেটে গেল দিনের বড় অংশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের শুরুতে ক্যারিবিয়ান বোলাররা ঝড় তুললেও স্বস্তির জায়গায় থেকেই দিন শেষ করেছে নিউজিল্যান্ড। সাত নম্বরে নামা মাইকেল ব্রেসওয়েল ও ন্যাথান স্মিথের ৫২ রানের জুটি কিউইদের ধস নামা ইনিংস টেনে তোলে। দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৩১ রান।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। তার যুক্তিও ছিল জোরালো, মেঘলা পরিস্থিতি, সবুজ উইকেট এবং ভেন্যুটির ইতিহাস। এ মাঠে ১৫টি টেস্টের মধ্যে মাত্র একবার ব্যাট হাতে নিয়েছে টসে জয়ী দল।
সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করতে সময় নেননি কেমার রোচ।
গেল জানুয়ারির পর প্রথম টেস্ট খেলতে নেমে ম্যাচের তৃতীয় বলেই তিনি শিকার বানালেন ডেভন কনওয়েকে। ব্যাট ছুঁইয়ে স্লিপে ধরা পড়তেই কিউইদের স্কোর ১ উইকেটে শূন্য।
এরপরই নেমে আসে বৃষ্টি। খেলা বন্ধ থাকে ৯০ মিনিট।
এরপরও আরেক দফা বৃষ্টি হানা দিলে প্রথম সেশনে হয় মাত্র ১০.৩ ওভার। তাতে নিউজিল্যান্ডের সংগ্রহ শুধুই ১৭।
দ্বিতীয় সেশনে একটু ছন্দে ফেরার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। লাইন–এন্ড–লেংথ অনুযায়ী খেলতে থাকা এই অভিজ্ঞ ব্যাটার ঝুঁকি না নিয়েও স্কোর এগিয়ে নেন। তবে নবাগত ওজে শিল্ডস শুরুতে লাইন হারিয়ে ফেলেছিলেন।
নো–বলে জীবন পেয়ে উইলিয়ামসন এগোতেই থাকেন।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান জাস্টিন গ্রিভস। তার টানা দুই ওভারে সাজঘরে ফেরেন উইলিয়ামসন (৫২) ও ওপেনার টম লাথাম (২৪)। এরপর জেডন সিলস বোল্ড করেন রাচিন রাভিন্দ্রকে। বেশিক্ষণ টিকতে পারেননি উইল ইয়াংও। দলীয় সংগ্রহ তখন ১২০/৫।
শিল্ডস তার প্রথম টেস্ট উইকেট পান টম ব্লান্ডেলকে বোল্ড করে। ধুঁকতে থাকা কিউইদের স্কোরবোর্ডে তখন ১৪৮/৬। সেখান থেকেই ব্রেসওয়েল–স্মিথ জুটি দলকে উদ্ধার করেন। আক্রমণাত্মক ছিলেন ব্রেসওয়েল, সতর্কতায় স্মিথ। শেষ পর্যন্ত স্মিথ ২৩ রানে ক্যাচ দেন শর্ট মিডউইকেটে।
এরপর রান তোলার গতি বাড়াতে গিয়ে ব্রেসওয়েল (৪৭) স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন। ইনিংসের শেষদিকে রোচের ছোট ডেলিভারিতে আঘাত পান জ্যাকব ডাফি। হেলমেটে বল লাগতেই ডাক্তার নামেন মাঠে। এর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামায় খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
দিনে মোট খেলা হয়েছে ৭০ ওভার। উইন্ডিজ বোলাররা এ সময়ে দিয়েছেন ২৩ অতিরিক্ত রান, যা এই কঠিন কন্ডিশনে বড় প্রভাব ফেলতে পারে।