সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সেই হিসাবে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে আসন্ন নির্বাচনের সময়ও ইসির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। তবে নির্বাচনের সময় সেনাবাহিনী ভোটকেন্দ্রে থাকবে কি না সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সেই হিসাবে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে আসন্ন নির্বাচনের সময়ও ইসির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। তবে নির্বাচনের সময় সেনাবাহিনী ভোটকেন্দ্রে থাকবে কি না সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কৌশল নির্ধারণে ইসির বৈঠকের পর তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাজনীতিবিদদের কাছ থেকে আইনশৃঙ্খলাবাহিনী যেন কোনো আতিথেয়তা গ্রহণ না করেন সেই আহ্বান জানায় নির্বাচন কমিশন।

বৈঠকে অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ; বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ; সারা দেশ থেকে পোস্টার, ব্যানার, গেট, তোরণ ইত্যাদি প্রচারসামগ্রী অপসারণ; নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় নির্ধারণ; নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন; আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের কার্যক্রমে সমন্বয় সাধন ও সুসংহতকরণ; সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি বিষয় আলোচনা হয় বলে জানা যায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়