চুরির কারণে সেচব্যবস্থা বিঘ্নিত, কৃষকরা ক্ষতির আশঙ্কায়

গাংনীতে রাতের অন্ধকারে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

রাশেদ খান মেহেরপুর প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫২, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে দুইটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরির কারণে এলাকার কয়েক শত একর জমির সেচ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। স্থানীয়রা ক্ষতির আশঙ্কা করছেন। পুলিশ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।”


 

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতের কোনো সময় দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।


 

স্থানীয় কৃষকরা জানান, ট্রান্সফরমার চুরির কারণে এলাকায় কয়েক শত একর জমির সেচ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা উল্লেখ করেন, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও সেগুলো সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। স্থানীয়রা লোহার রড ও শিকল ব্যবহার করেও ট্রান্সফরমার রক্ষা করতে পারছেন না।


 

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়