নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের অগ্নিকাণ্ড ও সার্ভার ক্ষতির কারণে চার বছরেও নাগরিক আফরোজা চৌধুরী পাসপোর্ট পাননি”

আগুনে পুড়ে ছাই আফরোজা চৌধুরীর পাসপোর্ট: চার বছরেও সমাধান হয়নি নাগরিক ভোগান্তি

ফিরোজ আলম || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪২, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
ছবি : বিএমএফ টেলিভিশন

ছবি : বিএমএফ টেলিভিশন

নারায়ণগঞ্জ থেকে আগত আফরোজা চৌধুরী চার বছর ধরে পাসপোর্ট জটের মধ্যে রয়েছেন। ২০২৪ সালের অগ্নিকাণ্ড ও সার্ভার ক্ষতির কারণে তার পাসপোর্টসহ বহু নাগরিকের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। repeated যোগাযোগের পরও সমাধান না পাওয়া এবং সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় আফরোজাসহ আরও অনেক নাগরিক শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসার সুযোগ হারাচ্ছেন।”


 

নারায়ণগঞ্জ থেকে আগত আফরোজা চৌধুরী চার বছর ধরে পাসপোর্টের জন্য অপেক্ষার এক দীর্ঘ ভোগান্তির মধ্যে রয়েছেন।


 

আফরোজা ২০২১ সালে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। ব্যক্তিগত কারণে তখন পাসপোর্ট উত্তোলন করতে পারেননি। ২০২৫ সালের আগস্টে পুনরায় অফিসে যোগাযোগ করলে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক সহিংসতার কারণে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অগ্নিকাণ্ড ঘটে এবং তারসহ বহু পাসপোর্ট পুড়ে যায়।


 

পরবর্তীতে তিনি রি-প্রিন্টের জন্য নতুন আবেদন করেন ও আগারগাঁও পাসপোর্ট অফিসেও ই-মেইল পাঠান। কিন্তু সার্ভারের ক্ষতি ও মেরামতের কারণে তার পাসপোর্ট এখনও জারি হয়নি।


 

আফরোজা চৌধুরী বলেন, “গত এক বছরেও সার্ভার মেরামত করা যায়নি। আমি একজন অসহায় আবেদনকারী। দয়া করে আমার পাসপোর্ট দ্রুত প্রদান করা হোক।”


 

প্রশ্ন ওঠেছে, একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দীর্ঘ সময় ধরে উদাসীনতা ও অব্যবস্থাপনার দায় কে নেবে? এই ঘটনায় কেবল আফরোজা নয়, আরও বহু নাগরিক শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসার সুযোগ হারাচ্ছেন।


 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়