প্রফেসর ড. আনোয়ারুল করিমের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৬, রবিবার, ১ জুন, ২০২৫, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩২
সংগ্রহ ছবি

সংগ্রহ ছবি

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোকলর বিশেষজ্ঞ ও বিশিষ্ট লালন গবেষক নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার , সাবেক উপাচার্য ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল করিম (৯৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শনিবার দুপুর ১২ টার সময় ইউনিভারসাল মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে, নাতি এবং নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের জানাজার প্রথম নামাজ গুলশান আজাদ মসজিদ ও দ্বিতীয় নামাজ বনানী ন্যাম মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাতেই প্রিয় ভূমি কুষ্টিয়ার পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি লালন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফোকলোর রিচার্স ইনস্টিটিউট, কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘ আট বছর আমেরিকাস্থ International Council for Traditional music-এর Liaison Officer হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯৬ পর্যন্ত সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মানিত হন।
গুনি এই মহান মানুষের ইন্তেকালে বিএমএফ পরিবার শোকাহত।  
বিএমএফ টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক ও এই গুনি মানুষের প্রানপ্রিয় ছাত্র জহুরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়