বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উপদেষ্টা সাইফুল আলম নীরবকে ফুলের শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সভাপতি, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব কে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব এর পক্ষ থেকে প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সদস্যগণের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা, এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল ,সদস্য রোকনুজ্জামান, রাকিব হাসান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাইফুল আলম নীরব বলেন সাংবাদিকতা একটি মহান পেশা, বনশ্রী আফতাব নগর এলাকার সকল মাদক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা সব সময় সোচ্চার থাকবেন এবং আপনাদের লেখনীর মাধ্যমে গোটা বাংলাদেশকে পরিবর্তন করে দিবেন।সকল মানুষের দুঃখ দুর্দশা এবং সমাধানের পথ মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। সর্বশেষ তিনি বনশ্রী আফতাব নগর প্রেসক্লাবের সাফল্য কামনা করেন। উপস্থিত সকল সাংবাদিকদের আরো বলেন, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সকল ভয়-ভীতি উপেক্ষা করে সাহস নিয়ে কাজ করে যাবেন, প্রেসক্লাবের মাধ্যমে সব সময় একতাবদ্ধ থেকে অত্র এলাকাকে একটি সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত উন্নতর নাগরিক জীবন গঠনের জন্য ভূমিকা রাখবেন।