রুপালি পর্দার বাইরে নতুন যাত্রায় তামান্না!

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৪, বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণী ও বলিউড -দুই চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার রুপালি পর্দার বাইরেও নতুন কিছু করার ইঙ্গিত দিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি রহস্যময় পোস্টে তিনি লেখেন, এখন তিনি আছেন “নিজেকে খুঁজে পাওয়ার” পর্যায়ে-যেখানে একসঙ্গে মিশে আছে নানা চিন্তা, দ্বিধা ও সৃজনশীলতার চেষ্টা।

দক্ষিণী ও বলিউড -দুই চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার রুপালি পর্দার বাইরেও নতুন কিছু করার ইঙ্গিত দিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি রহস্যময় পোস্টে তিনি লেখেন, এখন তিনি আছেন “নিজেকে খুঁজে পাওয়ার” পর্যায়ে-যেখানে একসঙ্গে মিশে আছে নানা চিন্তা, দ্বিধা ও সৃজনশীলতার চেষ্টা।

এই পোস্টে কিছু নেপথ্য মুহূর্তের ছবি শেয়ার করে তামান্না যেন ইঙ্গিত দিয়েছেন, তিনি কোনো নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত। যদিও বিস্তারিত কিছু জানাননি, তবে অনুরাগীদের কৌতূহল চরমে। কেউ বলছেন, এটা হতে পারে তার নিজস্ব পোশাক ব্র্যান্ড, আবার কেউ মনে করছেন হয়তো একটি প্রযোজনা সংস্থা বা জীবনধর্মী (লাইফস্টাইল) উদ্যোগের সূচনা হতে যাচ্ছে।

তবে প্রকল্পটি যাই হোক না কেন, নিজের অনিশ্চয়তা এবং সৃজনশীল প্রক্রিয়ার অভিজ্ঞতা নিয়ে তার খোলামেলা প্রকাশ ইতোমধ্যেই অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।

ইতিমধ্যে তামান্নার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের চলচ্চিত্র-‘ভান’, ‘রেঞ্জার’, ‘নো এন্ট্রি ২’ এবং জন আব্রাহামের সঙ্গে একটি নতুন কাজ। এর মাঝেই এই ‘রহস্যময় নতুন অধ্যায়’-এর ইঙ্গিত তার ক্যারিয়ারের পরিধি আরও বাড়ানোর আভাস দিচ্ছে।

তামান্না এবার কোন পথে হাঁটছেন, তা জানতে অনুরাগীদের অপেক্ষায় থাকতে হবে আরেকটু।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়