বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর রূপপুর ঈদগাহ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শান্ত, ধর্মীয় ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে চারদিকজুড়ে ছিল নেত্রীকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং ঐক্যের দৃঢ় বার্তা।
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর রূপপুর ঈদগাহ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শান্ত, ধর্মীয় ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে এলাকার নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে চারদিকজুড়ে ছিল নেত্রীকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এবং ঐক্যের দৃঢ় বার্তা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং চারঘাট-বাঘার গণমানুষের আস্থার প্রতীক জনাব আবু সাঈদ চাঁদ। তিনি তাঁর বক্তৃতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলেন, “গণতন্ত্রের জন্য যাঁর জীবনব্যাপী লড়াই, তাঁর সুস্থতা জাতির প্রার্থনা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর রোগমুক্তি কামনা করি।”
মাহফিলের সভাপতিত্ব করেন শিক্ষক গোলাম মোস্তফা, যিনি তাঁর বক্তব্যে নেত্রীকে সুস্থ অবস্থায় আবারো রাজপথে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বাঘার তরুণ রাজনীতিবিদ নইর উদ্দিন আহমেদ রিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,হেলাল উদ্দিন (রিয়াল), সভাপতি মনিগ্রাম ইউনিয়ন বিএনপি,
আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি,
আসাদুজ্জামান আরিফ সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি,
নুর আলম সিদ্দিকী সদস্য মনিগ্রাম ইউনিয়ন,
মোয়াজ্জেম হোসেন, সদস্য স্বেচ্ছাসেবক দল,
যুবনেতা সবুজ ছাত্রনেতা নাঈম,
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান, যিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “একের প্রতি আরেকজনের ভালোবাসা ও ঐক্যই আমাদের শক্তি।”
মাহফিল শেষে মাওলানা সাজেদুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, প্রার্থনা এবং দেশের ভবিষ্যৎকে ঘিরে নতুন আশার সুর।