সারা দেশের ন্যায় আটপাড়ায় জাতীয় সমবায় দিবস ২০২৫ইং পালিত
মোঃ আশিক মিয়া আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
'সাম্য ও সমতায়" দেশ গড়বে সমবায়" সারা দেশের ন্যায় নেত্রকোনার আটপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ ইং পালিত হয়েছে।
'সাম্য ও সমতায়" দেশ গড়বে সমবায়" সারা দেশের ন্যায় নেত্রকোনার আটপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ ইং পালিত হয়েছে।
১লা নভেম্বর শনিবার ১১ঘটিকায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের যাত্রা শুরু হয়। এ উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্ত্বর হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ।
এসময় স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মমিন আলী মিঞা । বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সভাপতি মাছুম চৌধুরী, জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলার সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, শিক্ষক ইছারুল হক, শুনই ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সান্জু প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ,সমবায় অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ,সাংবাদিকবৃন্দ,ও সমবায়ীবৃন্দ প্রমূখ।